প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৮:০১ পিএম
নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে শনিবার (১১ জানুয়ারি) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই দপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান, লার্নিং এক্সিলেরেশন ইন সেকেন্ডারী অ্যাডুকেশন প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান (আসাদ) ও সাবেক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রধান শিক্ষক মো. হবিবর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
অতিথিদ্বয় ওই প্রতিষ্ঠানে পৌছলে শিক্ষার্থীরা নেচে গেয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা মনোরম ডিসপ্লে প্রদর্শন করে। আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, প্রতিষ্ঠানটি প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিবছর ভর্তির ক্ষেত্রে বিশেষ করে বুয়েট, মেডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষার পাশাপাশি নৈতিক ও সাধারণ শিক্ষায় পারদর্শী হতে হবে।