প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৪:৩৯ পিএম
হীড আমার, আমি হীডের এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ এর ৫০বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী উৎসব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চল এর আয়োজনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব এর চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাহবুবুল আলম ভূইয়া।
শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সূবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিরা। হীড বাংলাদেশর লিয়াজো কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ও রীতা মন্ডলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এডাব এর পরিচালক জসীম উদ্দিন, হীড বাংলাদেশের অতিরিক্ত পরিচালক অপারেশন রানা ভৌমিক, প্রকল্প পরিচালক মুনুরু যাকোব দাস, ঋণ কার্যক্রমের সহকারী পরিচালক অদ্বৈত কুমার বিশ্বাস, মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত ক্যাম্পু,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
অনুষ্ঠানে হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল গানে গানে হীড বাংলাদেশর কার্যক্রম তুলে ধরে। এছাড়াও ৫০ বছরে হীড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের একটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন ও শিশু শিল্পীদের অংশগ্রহনে নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষে হীড পরিবারের সদস্য সন্তানদের জিপিএ ৫ প্রাপ্ত ৯০জন ও জিপিএ ৪ প্রাপ্ত ২২১ জন শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি বাবত ১৩ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।