• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
গেরদা রেল ক্রসিং

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৪:১২ পিএম

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহতের পর উৎসুক জনতার ভিড়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদরে কাফুরা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা হয়। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা দূর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুইজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।’

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান বলেন, ‘দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা শুরু করি। মাইক্রোবাসটি ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ফরিদপুর সদর থেকে গেদ্দা যাচ্ছিল। মাইক্রোবাসটি কাফুরা রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসওয়ে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। আহত চারজনকে ফরিদপুরে মেডিকেলে নেওয়া হলে তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটলো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।’

আর্কাইভ