প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৫৭ পিএম
সাতক্ষীরা শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষ সহ ৬ ব্যক্তি গুরত্বর জখম হয়েছেন।
সোমবার (০৬ জানুয়ারী) বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ দূর্ঘটনা ঘটে।
আহরা হলেন- বৈশখালী গ্রামে করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শোমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ৬ ব্যক্তিকে গুতিয়ে গুরত্বর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের আঘাত গুরত্বর তিনি জানন।