• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

নাটোরে নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৪৭ পিএম

নাটোরে নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত।

ইচ্ছে করে সারের সংকট সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে  নলডাঙ্গা বাজারের মেসার্স মন্ডল অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী মো. আকতার হোসেনকে ২৫ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিন হককে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।

এসয়ম উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কাজি আসিকুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন জানান,উত্তরবঙ্গের শস্যভান্ডার খ্যাত হালতিবিল কৃষি প্রধান এলাকা। কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে বিশৃঙ্খলা করছে। কৃষকদের কাছে সার সরবরাহ ঠিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ