• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

পাবনায় হৃদরোগীদের কল্যাণে "হার্টবিট" সংগঠনের উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৬:১৩ পিএম

পাবনায় হৃদরোগীদের কল্যাণে

পাবনা প্রতিনিধি

পাবনায় চিকিৎসকদের উদ্যোগে "হার্টবিট" নামে স্বাস্থ্যসেবা প্রদান সংগঠনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি) বিকেলে কিমিয়া বিশেষজ্ঞ সেন্ট্রারের কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠান  হয়।

অনুষ্ঠানে পাবনা জেনারেল হাসপাতালে হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডাঃ শাহরিয়ার কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আমেরিকান ইউনিভার্সিটি অব নেভেদা লাস ভেগাসের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ চৌধুরী হাফিজুর আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা  জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান, আমেরিকার লাস ভেগাস প্রতিষ্ঠানের নিউরোমেডিসিনের অধ্যাপক ডাঃ সেলিনা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক, মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ রুহিদ হোসেন প্রমুখ।

জেলার সকল শ্রেণী পেশার মানুষের হৃদরোগে আক্রান্তদের সল্প খরচে সঠিক সেবা প্রদানের জন্য স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেন। সেবাগ্রহীতাদের ওষুধ সহ চিকিৎসা বিষয়ক সকল বিষয়ে সেবা প্রদান করবে এই "হার্টবিট" । 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ