• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ভৈরবে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৫৬ পিএম

ভৈরবে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি এবং গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে গত বৃহস্পতিবার ঢাকায় চলে যান। সে দিন রাতে গৃহবধূ ঘরে একাই ছিলেন। দিবাগত রাত দুইটার দিকে আনোয়ার হোসেন ও তাঁর দুই সহযোগী কৌশলে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে চলে যান। এতে গৃহবধূ কয়েক ঘণ্টা অচেতন ছিলেন। চেতনা ফেরার পর গৃহবধূ তাঁর স্বামীকে ফোন করে ঘটনাটি জানান। গতকাল সকালে গৃহবধূর স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরে ভৈরব থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলায় আনোয়ার হোসেন ও তাঁর সহযোগী একই গ্রামের মোশারফ মিয়া (২৬) ও শাহ আলমকে (৩০) আসামি করা হয়েছে। তাঁদের সঙ্গে গৃহবধূর পূর্বশত্রুতা ছিল  বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘আমার ঢাকা যাওয়া ও স্ত্রী ঘরে একা থাকার বিষয়টি অভিযুক্তরা আগে থেকে টের পেয়ে গিয়েছিল। আমার স্ত্রী তিনজনকে ভালো করে চিনতে পেরেছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গতকাল গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার আবার গৃহবধূকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
 

আর্কাইভ