• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৩৯ পিএম

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন শহিদ পরিবার ও ৬৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার জেলা পরিষদের আয়োজনে নিজস্ব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, স্থানীয় সরকার উপ-পরিচালক রাজীব আহসান প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ৬টি পরিবার প্রধানের হাতে ২ লাখ টাকা করে চেক হাতে তুলে দেয়া হয়। এ ছাড়াও লালমনিরহাট জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়ণরত অনার্স মাষ্টার্স পড়ুয়া মেধাবী ৬৫ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

এ সময় সদর উপজেলার সহ-কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী, জেলা পরিষদের প্রধান সহকারি মোক্তাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শহীদ পরিবারের সদস্য, অভিভাবক, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
 

আর্কাইভ