• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

সৈয়দপুরে সমাজসেবা দিবসে ওয়াকাথন, সাইকেল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৫:০০ পিএম

সৈয়দপুরে সমাজসেবা দিবসে ওয়াকাথন, সাইকেল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  জাতীয় সমাজসেবা দিবস - ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডা এবং হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের এবারের প্রতিপাদ্য  নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে  রেখে ওই মুক্ত আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈনয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান চৌধুরী,  উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মো.  আবু জাফর প্রমুখ।
সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, সমাজসেবা অধিদপ্তর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ভাতাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়।ওয়াকাথনটি উপজেলা পরিষদ সামনের সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শেষে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হুইল চেয়ার ৭টি ও ট্রাই সাইকেল একটি।

ট্রাইসাইকেল পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহরের উপকণ্ঠের ঢেলাপীর আবাসন এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আমজাদ হোসেন বলেন, একটি বিশেষ রোগে আক্রান্ত হয়ে আমি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছি। আমার দুইটি পায়েই কেটে ফেলতে হয়েছে। ফলে আমার পক্ষে একাকী স্বাভারিক চলাচল করা সম্ভব হতো না।  অন্যের কোলে কিংবা যানবাহনে আমাকে যে কোন জায়গায় যেতে হতো। আজ আমাকে সমাজসেবা দিবসে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি ট্রাইসাইকেল প্রদান করা হলো। এখন থেকে আমার চলাচলে কোন সমস্যা নেই। আমি এখন থেকে যে কোন জায়গায় একাকী ট্রাই সাইকেলে যেতে পারবো।

আর্কাইভ