প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:৫১ পিএম
নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রার পারদ প্রতিদিনই কমছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেসিয়াস। তাপমাত্রা আরও কমবে এমন আভাষ দিয়েছে সৈয়দপুর আবহাওয়া অফিস।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, প্রতিদিনই উত্তরের এই জনপদে শীতের তীব্রতা বাড়ছে। সেই সাথে দিন ও রাতে কয়াশায় ঢাকা পড়ছে জনপদ। চলতি মাসে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে বলে জানান তিনি।
তীব্র শীত ও কুয়াশার কারণে রাতে ও দিনের প্রথম প্রহর লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
এলাকার অভাবী ও গরিব মানুষরা জানান, জারত মারা গেইনো ব্যাহে বা শীতে মরি যাচ্ছি। হামার প্যাকে কাহো দেখে না। বলেন, ঘরের চালা দিয়া রাইতোত (রাতে) হিয়াল (ঠান্ডা) সেন্দায় ব্যাহে। জারত খিব কষ্ট। চারিদিকে ঘন কুয়াশা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, কয়েক দিন ধরে তীব্র শীত ও কুয়াশায় এই জনপদের মানুষ কষ্ট পাচ্ছেন। ইতিমধ্যে ৩২০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং ১০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। শীতার্ত মানুষের পাশে বিত্ত্ববান ও কেসরকারি সংস্থাগুলোকে দাঁড়ানোর আহবান জানান।