প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:২০ পিএম
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ফরিদপুর আদালত চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ, কার্যকরী সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি আসাদুর রহমান খান, যুগ্মসাধারণ সম্পাদক রাজিবুল হাসান সুজন, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, জেলা আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের সভাপতির উপর হামলা করে। প্রশাসন দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে জেলার সব গণপরিবহন বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়া হয়। তারা বলেন, আসামিদের ভিতর দুজনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয় নিয়ে কোন টালবাহানা সহ্য করা হবে না বলেও তারা হুশিয়ারি দেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসুল্লি রেজাউল করিম সজল নামের এক লোক আহত হয়। রিপন সেক ও সোহাগ হাওলাদার নামের দুই জনকে আটক করেছে পুলিশ।