প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১২:৩২ পিএম
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। এবার তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী দাঁড়িয়েছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন জানান, যেহেতু দেশদ্রোহীতার অভিযোগ যাবজ্জীবন সাজা পাওয়ার মতো অপরাধ, সেইভাবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছেন। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীরাও তাদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
গত ৩ ডিসেম্বর শুনানির সময় কোনো আইনজীবী না দাঁড়ানোয় পরবর্তী শুনানির জন্য আদালত ২ জানুয়ারি দিন ধার্য করেছিল আদালত।
এর আগে ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। মামলায় তাঁর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
আজ চিন্ময়ের বিরুদ্ধে মামলার শুনানি ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। আদালতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী।