প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৮:৪৫ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের আয়োজনে শহরে বিশাল র্যালি বের হয়। র্যালিতে ছাত্রদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
এর আগে শহরে সিভিল সার্জন এর অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপি`র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কায়ুইম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আজম খান, আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানীর রতন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তারা বলেন কোন ষড়যন্ত্রই কোন কাজে আসবে না।
ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।