• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৪০ এএম

ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যা চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে হত্যা চেষ্টার ঘটনায় রিপন সেক ও সোহাগ হাওলাদার নামের দুই জনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদ থেকে নামাজ শেষে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে অপর মুসুল্লি রেজাউল করিম সজল নামের এক লোক আহত হয়।

সজল জানায়, কামরুলকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার দুই হাত জখম হয়। পরে মরিচের গুড়া ছিটিয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে ।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের কাছ থেকে বড় আকৃতির ধারালো দা উদ্ধার করা হয়েছে।

এদিকে রাতে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী কে হত্যা চেষ্টার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষনা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে কামরুলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। 

আর্কাইভ