• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

আ‍‍`লীগের দোসর সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: আবুল হাসেম

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:৩১ পিএম

আ‍‍`লীগের দোসর সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: আবুল হাসেম

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা কৃষক দলের সভাপতি মো. আবুল হাসেম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারী সকল ধরনের প্রণোদনার সার বীজ তাদের দলীয় লোকদের মাঝে বাছাই করে বিতরণ করা হয়েছে। প্রকৃত কৃষক হলেও, আ‍‍`লীগ মতাদর্শের লোক না হলে তাকে কোন কিছুই দেয়া হতো না। বর্তমানে এখন যা দেখছি এবং শুনতে পাচ্ছি আ‍‍`লীগের দোসর অধিকাংশ সার ডিলাররা কৃষকের নিকট থেকে বেশি দামে সার বিক্রি করছেন। আমি দৃঢ়ভাবে বলছি, বিএনপি ক্ষমতায় গেলে আ‍‍`লীগের দোসর এই সকল সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা কৃষকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাটমোহর রেলবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মূলগ্রাম ইউনিয়ন কৃষকদলের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. লিটন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আলম মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি‍‍`র সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আজাদুল ইসলাম মাস্টার, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আকবর, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জানেব আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মনতাজ আহমেদ।

আর্কাইভ