• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া রাঙ্গা এখন হত্যা মামলার আসামি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৪৭ পিএম

ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া রাঙ্গা এখন হত্যা মামলার আসামি

নাটোর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এনায়েত করিম রাঙ্গাকে মিথ্যা তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী উম্মে সালমা পাপিয়া।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মামলায় গ্রেফতার এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক এবং বিএনপির কর্মী।

উম্মে সালমা পাপিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই মানুষটিকে আজ ছাত্রলীগের এক নেতা জুলাই ও আগস্টের বিপ্লবীদের হত্যা মামলার আসামি করে তাকে আওয়ামী লীগের দুধর্ষ সন্ত্রাসী বানানো হয়েছে। তাকে জুলাই ও আগস্টের তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, তিনটি মিথ্যা মামলায় আমার স্বামীর নাম অন্তর্ভুক্ত করেছে তার আপন ভাতিজা, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রলীগ নেতা এবং বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে দাবি করেন।

তিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহারের বন্ধু দাবি করেন। ফয়সাল আহম্মেদের বাবা ডাহিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাহেদ। বাবা আওয়ামী লীগ ও ছেলে ছাত্রলীগ নেতা মিলে অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আহম্মেদ বলেন, ‘আমার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে, যা সঠিক নয়। এলাকার মানুষ তার বিরুদ্ধে মামলা করেছে।
 

আর্কাইভ