• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নির্বাচিত সরকার ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়: শামা ওবায়েদ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৩৫ পিএম

নির্বাচিত সরকার ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপি‍‍`র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এ দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা ও সালথার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের সুফল আমরা পেতে চলেছি।

কম্বল বিতরণকালে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত টিটু, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন সহ জেলা ও উপজেলা বিএনপি‍‍`র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

আর্কাইভ