• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ফরিদপুরে "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট" এর কর্মী ও আলোচনা সভা

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৫:২৯ পিএম

ফরিদপুরে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট " এর  কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সাবেক ছাত্র নেতা বাবু অজয় কুমার কর এর সভাপতিত্বে ও বাবু অরুপ কুমার চক্রবর্তী এর সঞ্চালনায় ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু নিতাই রায়, সাধারণ সম্পাদক বাবু সুব্রত রবি দাশ এবং বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু সঞ্জয় কুমার সাহা সহ বিভিন্ন উপজেলার জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সনাতন ধর্মাবলম্বী শতাধিক নেতৃবৃন্দরা এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় নেতৃবৃন্দরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং ভারপাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এবং দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাতলে একভূত হতে হবে। তাহলে দ্রুত এই ৩১ দফা বাস্তবায়ন হবে।

 

আর্কাইভ