• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরা বিএনপির কমিটি ৫ বছরেও পায়নি পূর্ণাঙ্গ রূপ, বিলুপ্তের দাবি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:২৬ পিএম

সাতক্ষীরা বিএনপির কমিটি ৫ বছরেও পায়নি পূর্ণাঙ্গ রূপ, বিলুপ্তের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গঠিত হলেও গত পাঁচ বছরেও সেই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। দলের একাংশ এই কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো।

বক্তারা অভিযোগ করেন, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের সুবিধামতো পকেট কমিটি গঠনের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে।

বক্তারা আরও বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনাকে উপেক্ষা করে আহ্বায়ক কমিটির নেতারা স্বেচ্ছাচারী আচরণ করছেন। আওয়ামী লীগের সঙ্গে আপোষ করার অভিযোগও ওঠে, যেখানে বলা হয় যে এই কারণে আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

সভায় বক্তারা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব আনতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত: ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক এবং আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্দেশনা ছিল তিন মাসের মধ্যে ইউনিট কমিটিগুলো গঠন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রস্তুত করা। কিন্তু দীর্ঘ পাঁচ বছরেও সেই লক্ষ্য পূরণ হয়নি।

আর্কাইভ