• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় বাসার ফ্রিজে থেকে হরিণের মাংস জব্দ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:৫৭ পিএম

সাতক্ষীরায় বাসার ফ্রিজে থেকে হরিণের মাংস জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের হরিন শিকার করে বাড়িতে মজুদ করা মাংস জব্দ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন।  

এসময় গাবুরার চকবারা গ্রামে ছবেদ গাজীর ছেলে ইয়াছিন গাজীর বাড়িতে হানা দিয়ে তিন কেজি হরিণের মাংস জব্দ হয়। জানা গেছে, বন বিভাগ পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রির সময় জানতে পেরে অভিযান চালিয়ে জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।  তবে, এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই শিকারী পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণের মাংস বিক্রির খবর জানতে পেরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে হরিণের মাংস জব্দ করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। 

আর্কাইভ