• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ফরিদপুরে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৩২ পিএম

ফরিদপুরে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। এসময় বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান দেখতে অতিথি হিসেবে উপস্থিত হন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ব্যাপ্টিস্টচার্চের বড় দিনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপি‍‍`র যুগ্ম আহ্বায়ক ফজলুল রহমান টুলু, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিদার, খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ সম্পাদক পল পিকলু বিশ্বাস সহ খ্রিস্টান ধর্ম ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ‌

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জানান, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত আনন্দে ও শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করে আসছে । প্রতিবছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বড়দিনের উৎসব পালন করছে। এক্ষেত্রে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশেই তাদের পাশে রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

এদিকে সন্ধ্যায় খ্রিস্টান মিশনের তরফ থেকে নাটকের প্রদর্শনী করা হয়। যা দেখতে হাজার হাজার মানুষ খ্রিস্টান মিশনে উপস্থিত হয়। জেলায় বড়দিনকে কেন্দ্র করে ফরিদপুরের খ্রিস্টান মিশন সহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যেক বাড়িতেই মনোরম আলোকসজ্জা করা হয়েছে। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ