প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৬:১২ পিএম
পাবনার ঈশ্বরদী উপজেলায় সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
ওরহান ইমপেক্স লিমিটেডের অর্থায়নে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের ময়দানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওরহান ইমপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা খন্দকার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক হাক্কে মন্ডল, আব্দুস সামাদ সুলভ মালিথা, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন প্রমুখ।