প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:৩৪ পিএম
১৬ দফা দাবির পক্ষে জনমত গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পুর্ণিমা ইসলাম, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সহসভাপতি এস এম আলাউদ্দিন, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।
১৬ দফা দাবির মধ্যে পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু, বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর খুলে দেওয়া, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, ইছামতী নদী পুনরুদ্ধার, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আতাইকুলা ও আমিনপুর থানাকে উপজেলা ঘোষণা উল্লেখযোগ্য।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে ১৬ দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। পাবনার উন্নয়ন মানেই উত্তরবঙ্গের উন্নয়ন। পাবনার উন্নয়ন সাধন করাই দেশের উন্নয়ন। উন্নয়নের সম্ভাবনাকে এখন কাজে লাগাতে হবে। দুর্নীতিমুক্ত পাবনার সকল উন্নয়নকাজ হোক ।
বঞ্চিত পাবনাকে গতিশীল ও পরিশীলিত জায়গায় দেখতে চাান নাগরিক সমাজের প্রতিনিধিরা। তরুণেরা শিকড়কে ভূলে গেলেও এইসব তরুণ প্রজন্মকে শিকড়কে শক্তিশালী করতে কাজ করায় শেকড় ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান বক্তারা।