• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পাবনায় বড়দিন উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৪৫ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পাবনায় বড়দিন উদযাপন

পাবনা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পাবনায় খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন হয়েছে।

বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার গীর্জা আলোকসজ্জা, ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী করা হয়। খ্রীষ্টানদের বাড়িতে বাড়িতে আলোকসজ্জাসহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসবমুখর।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল দশটায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ইসহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বড়দিনের একটি কেক পাঠিয়ে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা তার পক্ষে কেকটি নিয়ে এসে পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালকের হাতে তুলে দেন। পরে পিঠা পর্ব ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে সোম ও মঙ্গলবার ক্রিসমাস ট্রি, প্রাক বড়দিন ও বড়দিনের কীর্ত্তন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারেন সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ