• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পাবনার চাটমোহরে দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসবে মিলনমেলা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৮:৪৩ পিএম

পাবনার চাটমোহরে দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসবে মিলনমেলা

পাবনা প্রতিনিধি

আনন্দঘন পরিবেশে পাবনার চাটমোহরে আদিবাসী পল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসব।

আজ মঙ্গলবার সকাল ১১টায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ী কৈ আদিবাসী পল্লীতে এই উৎসবের আয়োজন করে চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদ ও মানব মুক্তি সংস্থা।

প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন মেঘনাদ মাহাতো। চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ণ মুরারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে, বৃ-রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মানবমুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা মোশাররফ হোসেন, মনিটরিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

দিনব্যাপী এই উৎসবে আদিবাসী সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ছিল আদিবাসী নাচ, গান, করম পূজা, নাটক সহ বিভিন্ন আয়োজন। দীর্ঘ বছর পর এমন উৎসবে আয়োজনে উচ্ছসিত ছিলেন আদিবাসীরা। সবার অংশগ্রহণে উৎসব পরিণত হয় প্রাণের মিলনমেলায়।

আদিবাসীদের জীবনমান উন্নয়নে ও তাদের শিল্প সংস্কৃতি ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে বেসরকারি সংগঠন মানব মুক্তি সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউ ক্যান বাংলাদেশ ও খ্রিস্টিয়ান এইডের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

আর্কাইভ