• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

৬টি নতুন জাহাজ কিনবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন: উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:১৪ পিএম

৬টি নতুন জাহাজ কিনবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন: উপদেষ্টা সাখাওয়াত

চট্টগ্রাম ব্যুরো

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে এ কথা জানান নৌ উপদেষ্টা।

সাখাওয়াত হোসেন জানান, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নৌ উপদেষ্টা আরও বলেন, ‘এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে ৩০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক।’  

এবার ৫৮তম ব্যাচে মেরিন একাডেমি থেকে ৩০ নারীসহ মোট ২৩৮ জন ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সব বিষয়ে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মো. মিনহাজ সাদমান।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ