প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:২১ পিএম
আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আলিপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় আলিপুর হাটখোলায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আলিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রেজাউল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা।
এছাড়াও বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হামিদ, ২নং ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান, যুবদলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান পল্টু, ছাত্রদল নেতা তানভীর শুভ, আশরাফুল ইসলাম জিকু, ৫নং ওয়ার্ড বিএনপির নেতা আলাউল, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা আছাদুর রহমান আছা, যুবদলের সদস্য সচিব আজগার, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা খায়রুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম কর্তৃক অনুমোদিত সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিতর্কিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত গত ১৯ ডিসেম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির এবটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
যারা বিগত ১৭ বছর আওয়ামী লীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে আলিপুর ইউনয়িন বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ওই বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। উক্ত বিতর্কিত কমিটিকে আলিপুর ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্চিত ঘোষণা করছে’।
বক্তারা আরো বলেন, ‘আলিপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দের প্রতি উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া দল ধ্বংসের ষড়যন্ত্রের অপরাধে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি’।