প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:১৯ পিএম
জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রবিবার ২২ ডিসেম্বর শহরের বাটারমোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি মিনিট্রাক জব্দ করা হয়।
রবিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচাকাদা মরিচ গ্রামের আব্দুল আলীমের ছেলে নাঈম (২৬) ও মুন্সিগঞ্জের মিরস্বর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে শিপন (২৭)।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত শিপন একজন চিহ্নিত মাদক কারবারি এবং সিন্ডিকেটের মূলহোতা। তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযাগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছেন। এমন গোপন সংবাদে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের ওপর রাবার ম্যাট দিয়ে ঢেকে রাখা ৬০ কেজি গাঁজাসহ তাদেরকে জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।