প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:১২ পিএম
সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২২ডিসেম্বর) দুপুর ১২টায় মাধবপুর শিববাজারস্থ মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা ও উপ-পরিচালক(অতিঃদাঃ)প্রভাস চন্দ্র সিংহ। এসময় মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ গৌরহরী চ্যাটার্জী,বিশিষ্ট তবলা বাদক রবীন্দ্র কুমার সিংহ,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক মোনায়েম খাঁন প্রমূখ। উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।