• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৭:৩৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ গত ৫ আগস্ট থানা হতে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) থানা পুলিশের ওসি মোঃ হুমায়ন কবির মোল্যা নেতৃত্বে পুলিশ দল কাঁচড়াহাটি গ্রামে একটি সমাধি স্থলের পাশ থেকে ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় পিস্তলটি উদ্ধার করেন। তবে এঘটনায় কাউকে আটক করা যায় নি।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ন কবির মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে।

ইতিপুর্বে তার নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

আর্কাইভ