• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড়ে সোয়া ৯ কোটি টাকার ক্রিস্টাল আইস ও হেরোইন সহ আটক এক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১২:০২ পিএম

পঞ্চগড়ে সোয়া ৯ কোটি টাকার ক্রিস্টাল আইস ও হেরোইন সহ আটক এক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিজিবির চেকপোষ্টে যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন সহ হরসিত রায় (২৫) নামে এক যুবক আটক হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়।এঘটনায় তেতুঁলিয়া মডেল থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।  

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। আটক হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার  সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি এলাকার ধর্ম নারায়ণ রায়ের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের আওতাধীন মাঝিপাড়া বিওপি‍‍`র দায়িত্বপূর্ণ এলাকায়  ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে শুক্রবার দুপুরে সময় গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া সীমান্তের মেইন পিলার ৪৩৪ থেকে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকায় চেকপোষ্টে বসিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে মাদক-চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল নামক যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে হরসিত রায়কে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য নয় কোটি ১৩ লক্ষ ১০ হাজার টাকা। প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক ক্রিস্টাল আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল আইস ও হেরোইন অধিকতর সনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি তৎপর।

আর্কাইভ