• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাঙামাটিতে ২ কোটি টাকার বিদেশি সিগারেটসহ আটক ১

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১২:০০ পিএম

রাঙামাটিতে ২ কোটি টাকার বিদেশি সিগারেটসহ আটক ১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন নামী-দামি বিদেশী ব্রান্ডের দুই কোটি টাকার অবৈধ সিগারেটসহ এক জনকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে ভারত থেকে আনা  সিগারেট অভিনব কায়দায় চট্টগ্রামে পাচারের সময় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।

ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১৬০ কার্টুন অবৈধ সিগারেটসহ জুয়েল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ডিবির ওসি বলেন, অবৈধ চোরাচালানকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার আটককৃত সিগারেটগুলো মূলত কাপ্তাই দিয়ে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম পাচার করা কথা ছিলো। কিন্তু কাপ্তাই থানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রায় ৩’শ কার্টুন সিগারেট আসামবস্তি সড়ক দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এনে রাখা হয়। পরবর্তীতে এসকল সিগারেট দুই ট্রাকে করে অভিনব কায়দায় জ্বালানি গ্যাসের সিলিন্ডার চারদিকে সাজিয়ে মাঝখানে সিগারেটের বস্তা রেখে নিয়ে যাওয়ার চেষ্ঠা চালায় চোরাচালান সিন্ডিকেট চক্র।

একটি রাজনৈতিকদের একশ্রেণীর নেতার মাধ্যমে কন্ট্রাক করে নিরাপদ রুট হিসেবে গ্রীণ সিগন্যাল পাওয়ার পর সিগারেটগুলো ভোররাতে রাঙামাটির ভেদভেদী হয়ে মানিকছড়ি দিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় বেরসিক ডিবি পুলিশ হাতেনাতে একটি ট্রাকভর্তি সিগারেটগুলোসহ জুয়েলকে আটক করে। এসময় অন্য আরেকটি সিগারেটভর্তি ট্রাক শহরের স্বর্ণটিলা এলাকায় সরিয়ে নিয়ে যায় সিন্ডিকেট চক্র।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের তীরবর্তি বাশঁঝাড়ের নিচে এবং আশেপাশের কয়েকটি বাড়িতে সিগারেটভর্তি বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে জেলা পুলিশ।

আর্কাইভ