• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সালথায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সত্য নয়

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০২:২৭ পিএম

সালথায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সত্য নয়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়ায় প্রবাসী কাউসার মাতুব্বরের বাড়িতে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর)  দিবাগত মধ্যরাতে ডাকাতি সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ওই প্রবাসীর স্ত্রী ইতি বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, ঘর নির্মাণের উদ্দেশ্যে রাখা নগদ ৮ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার এবং তের বিঘা জমির দলিল পত্রাদি লুট করে নিয়ে যায়।

তিনি জানান ওই রাতে তিনি জেলা শহরে চিকিৎসা নেয়ার পর বাবার বাড়িতে অবস্থান করায় ঘরে কেউ ছিলেন না। তিনি জানান বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ওই প্রবাসীর মা জাহানারা বেগম জানান, রাত তিনটার দিকে শব্দ পেয়ে বাইরে বের হলে ১০-১২ জনের ডাকাত দল ভয় ভিত্তি দেখিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে  সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়। অন্য কোনো বিষয় থাকতে পারে, যা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান,  পুলিশের টিম অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও  তদন্ত  করে দেখেছে  ডাকাতির ঘটনাটি সাজানো। ডাকাতির অভিযোগ সত্য নয়, স্থানীয়দের সাথে জমি জমা সংক্রান্ত পূর্ব সমস্যার কারণে এ নাটকীয়  ঘটনাটি সংগঠিত হয়েছে। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ