• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাটোরে বিল থেকে অজ্ঞাত চোখ তোলা যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০২:১৭ পিএম

নাটোরে বিল থেকে অজ্ঞাত চোখ তোলা যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা হালতি বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, যুবকের মুখমণ্ডলে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মুস্তাফিজুর রহমান। স্থানীয়রা জানায়, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে।’
 

আর্কাইভ