প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ১১:৩৯ এএম
পঞ্চগড়ের প্রায় ৭ হাজার শিশু নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিশুদের প্রত্যেকের হাতে শীতের উপহার হিসেবে একটি করে হুডি ও শিক্ষা উপকারণসহ একটি করে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা সদরের চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবে মাতে হাজার হাজার শিশু। শীতের মধ্যে এমন উপহার পেয়ে উচ্ছসিত তারা।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক, এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিরুল হক ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।