• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যাংকে ঢুকেছে আইনশৃঙ্খলা বাহিনী, জিম্মিদের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:২৫ পিএম

ব্যাংকে ঢুকেছে আইনশৃঙ্খলা বাহিনী, জিম্মিদের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণের পর ব্যাংকের ভেতর প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে থাকা জিম্মিদের তারা জিজ্ঞাসাবাদ করছেন।

ঘটনাস্থল থেকে প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম্মিদের বের করা হয়নি। ভেতরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডাকাতদের আত্মসমর্পণের তথ্য সাংবাদিকদের জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

র‌্যাবের এই অধিনায়ক আরও জানান, আত্মসমর্পণকারী ডাকাতরা নিজেদের নাম নিরব, নিলয় ও নিবিড় বলে জানিয়েছে। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রত্যেকেই মুখে মাস্ক পরা ছিল। ডাকাতরা প্রাথমিকভাবে তাদের যে পরিচয় দিয়েছে, তা নিয়ে র‌্যাবের সংশয় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

এর আগে আজ দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে পড়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য। সেখানে তারা গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবন ঘিরে ফেলে। এ সময় বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ দাবি করে ডাকাত দল। পরে আলোচনার মাধ্যমে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ