• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে

অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‌্যাব

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:৫০ পিএম

অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের কোনো ঘটনাও ঘটেনি।

এর আগে আজ দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখার ভেতর ঢুকে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করে আসছিল তারা।

আর্কাইভ