• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায়

ব্যাংকের ভেতরে ১২ গ্রাহক-কর্মকর্তা জিম্মি, ‘সেফ এক্সিট’ চায় ডাকাত দল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:২৬ পিএম

ব্যাংকের ভেতরে ১২ গ্রাহক-কর্মকর্তা জিম্মি, ‘সেফ এক্সিট’ চায় ডাকাত দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করেছে তারা।

এদিকে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ভবনটি ঘিরে রেখেছেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সদস্য।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।

তিনি বলেন, ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাটও হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। সেফ এক্সিট চাইছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে আলোচনা চলছে। অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে।

আর্কাইভ