• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
নৌপরিবহন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করলে ক্ষমতা ছাড়তে হবে

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:১৭ এএম

অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করলে ক্ষমতা ছাড়তে হবে

সিলেট ব্যুরো

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা রাজনীতি করে না, আমাদের নির্বাচন করার ইচ্ছাও নেই। যদি সংস্কার শেষে কেউ নির্বাচন করতে চায়, তাকে ক্ষমতা ছাড়তে হবে। বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সকালে তামাবিল স্থলবন্দরের প্রশাসন ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন। পরে তিনি প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানি করা পাথরে ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বাড়ানো ও স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে উপদেষ্টার কাছে দাবি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

আর্কাইভ