প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৭:৫৭ পিএম
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের সঞ্জয় কর্মকার (২২) নামের কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়াগেছে।
নিহতের পরিবার জানান বুধবার (১৭ ডিসেম্বর) রাত অনুমান ১০ ঘটিকায় সঞ্জয় কর্মকার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরিবারের লোকজন রাতে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ করেনি। ঘুমিয়ে আছে ভেবে ডাকাডাকি না করে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে।পরের দিন সকাল ১১ ঘটিকায় ঘুম থেকে না উঠলে পুনরায় ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ঘরের কাঠের আড়ার সাথে তার মায়ের শাড়ী কাপড় গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে ।পরিবারের লোকজন মৃত অবস্থায় নিচে নামায়। সঞ্জয় কর্মকার(২২), যদুরদিয়া গ্রামের মৃত মন্টুর কর্মকারের ছেলে সে ভাঙ্গা সরকারি কে,এম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সঞ্চয় কর্মকার নামের কলেজ শিক্ষার্থী ঘরের আড়ার সাথে শাড়ি কাপর পেচিয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের কাছ থেকে জানতে পারি মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেছে। সুরত হাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।