প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:২৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আজ বিলুপ্ত প্রায় ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের উদ্যোগে এই অতি বিপন্ন এ কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁ ও ঢাকার বন সংরক্ষক ইমরান আহমেদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, ড. মো. জাহাঙ্গীর আলমসহ বন বিভাগের কর্মকর্তা ও ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের কর্মকর্তা ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে।
পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ- ব্যবস্থাপনা কমিটি ও মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ শ্রীমঙ্গল এর সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।