• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:২৫ পিএম

বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

দূর্টঘনা কবলিত বাস। বুধবার সকালে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায়।

পাবনা প্রতিনিধি

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান গাড়ির সংঘর্ষে মারা গেছেন ভ্যান চালক শিপন (২২)। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন বাসযাত্রী।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে।

নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আরো অন্তত ১০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‍‍`ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ