• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৭:২৩ পিএম

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় (১৮) এবং মাছখোলা শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব (১৭)। জানা গেছে, তানজিমুল হাসান সিহাব সাতক্ষীরা সিটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন, আর জয় বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ছিল না।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, একটি বালুবাহী ট্রাক সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে করে দুই আরোহী সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। ঘাতক ট্রাকটির নাম্বার খুলনা মেট্রো-ট ১১-২২-০৫।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 

আর্কাইভ