• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৪২ পিএম

কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গনে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাসুক আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
তিনব্যাপি মেলায় ১৬টি স্টল অংশ গ্রহন করছে।

আর্কাইভ