• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাটমোহরে ব্রিজ ভেঙ্গে ভোগান্তি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:২৫ পিএম

চাটমোহরে ব্রিজ ভেঙ্গে ভোগান্তি

ব্রীজের মাঝখানে ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দুপুরে পাবনার চাটমোহর উপজেলার কামালপুর গ্রামে।

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার কামালপুর গ্রামে এলজিইডির একটি পুরাতন ব্রীজের মাঝখানে ভেঙ্গে যাওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

কামালপুর থেকে রামচন্দ্রপুর অভিমুখী আঞ্চলিক এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট যানবাহন। আর বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রায় দুই মাস ধরে এ অবস্থা চলে আসলেও সংস্কার করা হয়নি ব্রীজটি।

খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় ২৭ বছর আগে ব্রীজটি নির্মিত হয়। বছর খানেক আগে ব্রীজটির মধ্যভাগ ভেঙ্গে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ব্রীজটি মেরামত করে চলাচলের উপযোগী করে। কিন্তু সম্প্রতি আবারো ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কামালপুর এলাকার সাবেক ইউপি সদস্য বারেক প্রামানিক জানান, কামালপুর থেকে এ সড়ক হয়ে আমরা রামচন্দ্রপুর, আটঘরিয়া, দাশুরিয়া, মুলাডুলিসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করি। কামালপুর এলাকায় ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

স্খানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রায়ই ঘটছে ছোট খাট দূর্ঘটনা। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী দ্রুত ব্রিজ সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পুরাতন কিছু ব্রীজ এর স্থলে নতুন করে ব্রীজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো আছে। জন দূর্ভোগ এড়াতে আপাতত জেলা কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে উপজেলা পরিষদ থেকে ব্রীজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আর্কাইভ