প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৮:৪১ পিএম
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মোংলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমূহ ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা পরিষদের চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন`র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা ও সকল বীর মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।