• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফরিদপুরে জাসাস এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৮:০৩ পিএম

ফরিদপুরে জাসাস এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে জাসাস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাসাস ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির  যুগ্ন আহবায়ক  ‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আজম খান, দেলোয়ার হোসেন দিলা, সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক  বিএম নাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ‌ মোজাম্মেল হোসেন মিঠু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ  জাসাস  এর  সদস্য সচিব আরিফ বকু ও ‌ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা ‌ সাবেক প্রধানমন্ত্রী ‌ শেখ হাসিনা ‌ ও বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, বিগত সরকার বিরোধীদলের নেতা কর্মীদের উপর ‌ দমন পীড়ন নির্যাতন করেছেন । পাঠ্যপুস্তকে ভুল ইতিহাস শিক্ষা দিয়েছেন। ৫ ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে  সরকার পতনের পর ‌ আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি।

বক্তারা জানান, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।‌ তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। 

ফরিদপুরে স্বৈরাচার পতন আন্দোলনে ‌ বিগত দিনে লড়াই সংগ্রামে যে সমস্ত নেতা জেল খেটেছেন,‌ দিনের পর দিন  হয়রানীর ‌ শিকার হয়েছেন। ‌মামলা হামলা শিকার হয়েছেন তাদেরকে গুরুত্ব দিতে হবে। দলে তাদেরকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। ‌ বিএনপি ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হবে আর সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের পরবর্তী ‌‌ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ