• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনোহরদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৮:০০ পিএম

মনোহরদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিসান।

পরে উপজেলা স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযোদ্ধাদের স্বরণে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিসান মনোহরদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় মেলা উদ্বোধন ও মেলার নানা ষ্টল পরিদর্শন করেন।

এ সময় উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ, নানা স্কুলের শিক্ষার্থীবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ