প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৮:০০ পিএম
নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিসান।
পরে উপজেলা স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযোদ্ধাদের স্বরণে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিসান মনোহরদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় মেলা উদ্বোধন ও মেলার নানা ষ্টল পরিদর্শন করেন।
এ সময় উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ, নানা স্কুলের শিক্ষার্থীবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।