• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:৪৬ পিএম

ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু সহ তিন জন নিহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে তিনটার সময় ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু  নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক পরিবহন মোটরসাইকেল আরোহীদেরকে চাঁপা দেয়।

নিহত দুই বন্ধু হল- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের পুত্র খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌছালে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হয়। ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ হাবিবুর রহমান জানান, মটর সাইকেলের আরোহী একবন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজন গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, ফরিদপুরের নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.খালিদ মাতুব্বর (১৪) নামের একজন নিহত হয়েছে।সোমবার দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মাতুব্বর নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বেলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
 

আর্কাইভ