প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:২৩ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন।
পরে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।
এছারাও জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।